ভারতীয় যাদুঘর এবং শান্তিনিকেতন সাহিত্যপথের যৌথ উদ্যোগে “অনির্বাণ তারাশঙ্কর” বিষয়ে আলোচনাসভা

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০ জুলাই ২০২৩-এ ভারতীয় জাদুঘর এবং শান্তিনিকেতন সাহিত‍্যপথ এর যৌথ উদ‍্যোগে ভারতীয় জাদুঘর-এর আশুতোষ বার্থ সেন্টিনারি হল-এ সম্পন্ন হলো “অনির্বাণ তারাশঙ্কর” নামাঙ্কিত অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ‍্যাপক পল্লব সেনগুপ্ত, তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের উত্তরপ্রজন্ম ইতিহাসের প্রবীণ অধ‍্যাপক হিমাদ্রিশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সাহিত‍্যিক অনাথবন্ধু চট্টোপাধ‍্যায়, ভারতীয় জাদুঘর-এর অধিকর্তা অরিজিৎ দত্তচৌধুরী, এডুকেশন সেক্রেটারি সায়ন ভট্টাচার্য, লেখক-অধ‍্যাপক সুদীপ বসু সহ বহু গুণীজন। বিশ্বভারতী, কলকাতা এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সহ বহু কলেজের ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্ৰহণ করে ভবিষ‍্যত প্রজন্মকে তারাশঙ্কর-চর্চায় অনুপ্রাণিত করেছেন। শিল্পী পণ্ডিতের গান এবং কাজল গুপ্তের পাঠে আনন্দমধুর হয়ে উঠেছিল অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *