
শম্ভুনাথ সেনঃ
তীব্র গরমে নাজেহাল রাঙ্গামাটির মানুষজন। বহু জায়গায় দেখা দিয়েছে পানীয় জলের সংকট। তাপমাত্রার পারদ ক্রমশঃ চড়ছে রাঢ়বঙ্গের অন্যতম জেলা বীরভূমে। ক’দিন ধরে সকাল থেকেই অস্বস্তিকর তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা জেলাবাসীর। দিন আনি দিন খাওয়া মানুষজনদের কষ্টের সীমা পরিসীমা নেই। তীব্র গরমে ফুটিফাটা পুকুর।কূয়োতে জলের টান। শুকিয়ে গিয়েছে নদীর জলও। তাপমাত্রার পারদ ছুঁয়েছে প্রায় চল্লিশ ডিগ্রী সেলসিয়াস। শ্রীনিকেতন আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সোম এবং মঙ্গলবার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আজ ২৬ এপ্রিল সন্ধ্যায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়ার এই পরিবর্তনে তাপমাত্রার পারদ খানিকটা কমবে। প্রখর তাপমাত্রা রৌদ্রের গরমে বেলা বাড়তেই রাস্তাঘাট, হাট বাজার শুনশান। তীব্র গরমের কারণে মানুষ বাড়ির বাইরে বের হতে পারছেন না। বৃষ্টির অপেক্ষায় চাতকের মতো আকাশ পানে তাকিয়ে সময় গুনছে জেলাবাসী। হিট স্ট্রোক থেকে বাঁচতে জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করছেন জেলা স্বাস্থ্য দপ্তর। তীব্র দাবদাহে বেশ কিছু পরামর্শ মেনে চললে তবেই সুস্থ থাকা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা।
