শান্তিনিকেতন সাহিত্যপথ পত্রিকার উদ্যোগে গ্রন্থ প্রকাশ এবং বর্ষবরণ অনুষ্ঠান

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

২২ এপ্রিল ২০২৩ ‘শান্তিনিকেতন সাহিত‍্যপথ’-এর উদ‍্যোগে বোলপুরের আলাপন অ্যাপার্টমেন্টের কমিউনিটি হলে বর্ষবরণ অনুষ্ঠানে প্রকাশিত হলো বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ‍্যাপক সুদীপ বসুর “দুই মলাটে রবীন্দ্রনাথ এবং অন‍্যান‍্য” গ্ৰন্থটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বাংলা বিভাগের অধ্যাপক মিলনকান্তি বিশ্বাস, শিক্ষাসত্রের শিক্ষক ড. শ্রীনিবাস ঘোষ এবং আশাপূর্ণা প্রকাশনীর কর্ণধার শুক্লা সরকার-সহ অনেকানেক গুণীজন। সরস্বতী বন্দনা, তরুণ কবিদের স্বরচিত কবিতাপাঠ, গান, আবৃত্তি ও বর্ষবরণের কথনে অনুষ্ঠান হয়ে উঠেছিল জমজমাট। সাহিত‍্য-সংস্কৃতিচর্চার ধারাকে প্রবহমান রাখতে ‘শান্তিনিকেতন সাহিত‍্যপথ’-এর এমন উদ‍্যোগ তরুণমানসে সাড়া জাগিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *