মেহের সেখঃ
‘শান্তিনিকেতন সাহিত্যপথ’ নামক সাহিত্য পত্রিকা এবং সংস্কৃতি মূলক সংগঠনের উদ্যোগে ১৯ মে, ২০২৩ শুক্রবার বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বোলপুর গুরুপল্লীতে ‘রবি প্রণাম’ নামে একটি সাহিত্য এবং সংস্কৃতি মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আগত সাহিত্য সংস্কৃতি কর্মী এবং অতিথিদের নাচ-গান-কবিতা ও ভাষ্যপাঠে অনুষ্ঠানটি জমজমাট হয়ে উঠেছিল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লায়েক আলি খান, বিশ্বভারতীর অধ্যাপক ড. সুদীপ বসু-সহ প্রায় পঞ্চাশ জন তরুণ সাহিত্যিক ও সাহিত্যপ্রেমী এবং বিশিষ্ট অধ্যাপক ও গবেষক। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা অধ্যাপক ড. সুদীপ বসু জানিয়েছেন, ‘শান্তিনিকেতন সাহিত্যপথ’এর আহ্বানে সাড়া দিয়ে তরুণ ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানটিকে আনন্দমুখর করে তুলেছিল। বৃষ্টিস্নাত সন্ধ্যা রবিপ্রণামে নতুন মাত্রা যোগ করেছে। বলা বাহুল্য তরুণের রবীন্দ্রপ্রীতি দিনটিকে স্মরণীয় করে রাখবে।