
শম্ভুনাথ সেনঃ
ময়ূরাক্ষী নদীর জলেই উল্টে গেল একটি বালি বোঝাই ট্রাক। ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার ভোরে সাঁইথিয়া সংলগ্ন ভাবঘাটি পীরতলা ফেরিঘাটে। স্থানীয় সূত্রে জানা যায় বালি বোঝাই করে ১৬ চাকা এই ট্রাকটি সাঁইথিয়া হয়ে ভাবঘাটি পীরতলা ফেরিঘাটে পেরোনোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ময়ূরাক্ষী নদীর জলে উল্টে যায়। চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত। তবে এই ঘটনায় ট্রাকে থাকা চালক ও খালাসির গুরুতর আঘাত লাগলেও প্রাণে বেঁচে গেছে। ট্রাকটি সম্পূর্ণভাবে উল্টে যাওয়ার কারণে নদীর জলেই সম্পূর্ণ বালি পড়ে যায়।
I blog often and I really thank you for your content. Your article has truly peaked my interest.
I amm going to bookmmark your site and keep checking for neww information about once a week.
I opted in for your Feed too. http://Boyarka-Inform.com/