বানীসঞ্চয়ন

নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশী করতে চেষ্টা কর, দেখবে সবাই তোমাকে খুশী করতে চেষ্টা করছে। সাবধান নিজত্ব হারিয়ে কাওকে খুশী করতে যেও না, তা-হ’লে তোমার দূর্গতির সীমা থাকবে না।

—শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র


ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, কোনো চালাকির প্রয়োজন নেই, কারণ চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না।

—স্বামী বিবেকানন্দ


অধিকার চেয়ে পাওয়া যায় না, কর্মের দ্বারা অধিকার সৃষ্টি করতে হয়।

—রবীন্দ্রনাথ ঠাকুর


সফলতা অন্যের দ্বারা ঠিক করে দেওয়া উপায় মাত্র কিন্তু সন্তুষ্টি সম্পূর্ণ নিজের দ্বারা ঠিক করে দেওয়া উপায় মাত্র।

—শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব


তুমি যখন খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ তখন থেমো না, চলতে থাক ভালো সময় তোমারও আসবে।

—মা সারদা


অনন্ত অসীম শক্তি-সামর্থ বিক্রম-পরাক্রম মানুষের ভিতর আছে। একমাত্র অনুশীলনের দ্বারাই তাহার বিকাশ লাভ ঘটে।

—শ্রীশ্রীপ্রণবানন্দ


অহঙ্কারই হলো মায়া। এই মায়াই সব কিছু ঢেকে রেখেছে। যেমন মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়, সেই রকম অহঙ্কার দূর করতে পারলে ঈশ্বর দর্শন হয়।

—শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব


ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। যুক্তিতর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। ভাব যত পাতলা, বিশ্বাস তত পাতলা, নিষ্ঠা তত কম। বিশ্বাস বুদ্ধির গণ্ডির বাহিরে; বিশ্বাস-অনুযায়ী বুদ্ধি হয়। বুদ্ধিতে হাঁ-না আছে, সংশয় আছে; বিশ্বাস হাঁ-না নেই, সংশয় নেই।

—শ্রীশ্রী ঠাকুর অনুকুলচন্দ্র