শম্ভুনাথ সেনঃ
তৃণমূলের বীরভূম জেলা সভাপতি কেষ্ট’র কোটি টাকার বোলপুর পার্টি অফিস ও বাড়িতে ইডি ১৯ ফেব্রুয়ারী হানা দেয়। ১৮ ফেব্রুয়ারী মুখ্যমন্ত্রী বীরভূম সফরে এসে সিউড়িতে কেষ্টকে নিয়ে ED-CBI সম্পর্কে তীব্র আক্রমন করে। ঠিক তারপরই অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্টর কোটি টাকার জেলা দলীয় কার্যলয়ে Ministry of finance লেখা গাড়ি ও বোলপুর BLRO দপ্তরে ইডি আধিকারিকরা হানা দেয়। মাপজোক করা হয় বোলপুরের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। যে কার্যালয়ে বসতেন অনুব্রত মণ্ডল। ইডির তিন জন প্রতিনিধি প্রথমে বোলপুর মহকুমা ভূমি সংস্কার দপ্তরে যান। সেখানে গিয়ে কথা বলেন, বোলপুর BLRO এর সাথে। সেখানে প্রথমে তারা বোলপুরের নিচুপট্টি এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সমস্ত জমির কাগজপত্র খতিয়ে দেখেন। এরপর তারা পৌঁছে যান তৃণমূল কার্যালয়ের সামনে। সেখানে পৌঁছে মাপজোক শুরু করেন। দলীয় কার্যালয়ের জায়গা, পাশাপাশি তারা কার্যালয়ের আশেপাশের দোকানদারদের জিজ্ঞাসাবাদ করেন।