ইতিহাসে আজ

1875

বিশ্ব মাত্রাবিজ্ঞান দিবস হল এমন একটি বৈশ্বিক দিবস যেটি প্রতি বৎসর মে মাসের ২০ তারিখে বিশ্বের সর্বত্র 'এস আই ইউনিট' তথা  আন্তর্জাতিক একক পদ্ধতির জন্য উদযাপিত হয়। তারিখটি ১৮৭৫ থ্রিস্টাব্দে 'মিটার কনভেনশন' স্বাক্ষরের বার্ষিকী  মেট্রোলজি হলো পরিমাপ তথা মাত্রা সম্বন্ধীয় বিদ্যা ও তার অধ্যয়ন। আন্তর্জাতিক ওজন ও পরিমাপ ব্যুরো বা  'ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স' (তথা ফরাসি ভাষায়- 'ব্যুরো ইন্টারন্যাশনাল ডেস পয়েডস এট মেসুরস' বা 'বিআইপিএম') এবং 'ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অফ লিগ্যাল মেট্রোলজি'  (তথা ফরাসি ভাষায় - 'অরগ্যানাইজেশন  ইন্টারন্যাশনালে  ডি মেট্রোলজি লিগ্যালে' বা 'ওআইএমএল' ) র যৌথ সিদ্ধান্তে বাস্তবায়িত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *