স্রষ্টা কাঞ্চনের বসুন্ধরায় কাঞ্চন স্মরণ

নিজস্ব প্রতিবেদনঃ

১৬ই মার্চ, ২০২২ বুধবার নয়াপ্রজন্ম পত্রিকার বর্তমান কর্ণধার মাননীয়া অঞ্জলি সরকারের ব্যবস্হাপনায় সিউড়ি সবুজের অভিযানের বসু্ন্ধরা মঞ্চে অনুষ্ঠিত হল নয়াপ্রজন্ম ও সবুজের অভিযানের প্রতিষ্ঠাতা সম্পাদক কাঞ্চন সরকারের স্মরণসভা। এই স্মরণসভায় উপস্হিত ছিলেন আনন্দবাজার পত্রিকার সহকারী সম্পাদক মাননীয়া স্বাতী ভট্টাচার্য্য, ঝাড়খণ্ডের বাংলা ও হিন্দি দৈনিক সংবাদপত্রের সাংবাদিক ও ভাষাবিদ গৌতম চট্টোপাধ্যায়, ঝাড়খণ্ড বাংলাভাষা ও সংস্কৃতি রক্ষাসমিতির সভাপতি মাননীয় শ্যাম রায়, বিশিষ্ট লেখিকা-সমাজসেবী মাননীয়া অনিতা মুখার্জ্জী, বীরভূমের প্রখ্যাত নাট্যনির্দেশক শ্রীবাবুন চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজকর্মী শ্রীঅমরচাঁদ কুন্ডু মহাশয়, সাংবাদিক ও শিক্ষক শ্রীসোমেশ্বর বড়াল, লেখক-সাংবাদিক শ্রীবিজয়কুমার দাস মহাশয়, শিক্ষক-লেখক শ্রীসোমনাথ মুখোপাধ্যায়, রামকৃষ্ণ সেবাশ্রম ও ভারত সেবাশ্রম সংঘের মহারাজগণ এছাড়া আরও অনেক বিশিষ্টজনেরা ও নয়াপ্রজন্মের সাংবাদিকবন্ধুরা। এ সভায় প্রত্যেকেই তাঁদের নিজেদের বক্তব্যের মাধ্যমে কাঞ্চনের স্মৃতিচারণ করেছেন। বক্তব্যে উঠে এসেছে তাঁর সারাজীবন ধরে বীরভূম জেলাকে ভারতীয় মানচিত্রে যথাযোগ্য স্হানে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা এবং তাঁর তৈরী করা প্রতিষ্ঠানগুলি সুষ্ঠ-সুন্দর ভাবে ভবিষ্যতে চালানোর অঙ্গীকার। অনুষ্ঠানের সূচনা হয় মহারাজদের স্তোত্রপাঠ, রমনী মোহন ভট্টাচার্য্যের বেহালা এবং কাঞ্চন সরকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে। বিভিন্ন বিশিষ্টজনেদের বক্তৃতা ছাড়াও ছিল অতনু বর্মন ও আশীসকুমার মুখোপাধ্যায়ের ছড়াপাঠ, শিশুদের গান ও কাকলী দাসের রবীন্দ্রসঙ্গীত। সমগ্র অনুষ্ঠানটি সুদক্ষভাবে পরিচালনা করেন শ্রীবরুণকুমার দাস ও শ্রীমতী পাপিয়া বর্মন। পরিবারের পক্ষ থেকে বর্তমান নয়াপ্রজন্ম পত্রিকার কর্ণধার মাননীয়া অঞ্জলি সরকার ভাইয়ের স্মৃতিচারণ করেন। অনুপস্হিত বিশিষ্টজনদের ভিডিও ক্লিপিং-এর মাধ্যমে স্মৃতিচারণ এবং কাঞ্চন সরকারের মেজদি কবিতা হালদারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের একটি অডিও ক্লিপিং স্মরণসভায় পরিবেশিত হয়। স্বামী সারদাত্মানন্দ (মধু মহারাজ) এবং স্বামী শুভানন্দ (নন্দু মহারাজ)-এর শ্রীহস্তে কাঞ্চন সরকারের আবক্ষমূর্তির আবোরণ উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *