বীরভূম সাহিত্য পরিষদ ভবনে ‘ দেশের পথিক ‘ সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধনে সুধীজনেরা

মহঃ সফিউল আলম: সিউড়ির বীরভূম সাহিত্য পরিষদ ভবনে ‘ দেশের পথিক ‘ সাহিত্য পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২০ মার্চ৷ এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়৷ গান, প্রাসঙ্গিক বক্তব্য, আবৃত্তি, কবিতা পাঠের আয়োজন ছিল৷ এদিন ষোল জন কৃতী গুনী মানুষকে সংবর্ধিত করা হয়৷ মঞ্চে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকার স্থায়ী সভাপতি তথা বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. পার্থসারথী মুখোপাধ্যায়, অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক তথা বীরভূম সাহিত্য পরিষদের সভাপতি শান্তি মুখোপাধ্যায়, অধ্যাপক ড. তপন গোস্বামী, সাহিত্যিক অমর দে প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন দেশের পথিক পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী দীপক মুখোপাধ্যায়৷ পত্রিকার ৩৩ বছর পূর্তিতে এইরুপ আয়োজন৷ সমগ্র অনুষ্ঠানটি দক্ষতা সহকারে পরিচালনা তথা সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক পেশায় শিক্ষিকা সুজাতা সাহা৷ বিভিন্ন প্রান্তের বহু সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী মানুষজন হাজির ছিলেন এদিন৷ মধ্যাহ্নকালীন আহারে সকলকে আপ্যায়িত করা হয়৷ এই রুপ উদ্যোগ আয়োজনের জন্য পত্রিকা সম্পাদকের প্রশংসা করেন অনেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *