শম্ভুনাথ সেনঃ
২৩ মার্চ মনে করিয়ে দেয় ভগৎ সিং এর আত্ম বলিদানের কথা। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। উল্লেখ্য, প্রবীণ স্বাধীনতা সংগ্রামী লালা রাজপথ রায়ের হত্যার প্রতিশোধে ১৯২৮ খ্রীঃ এক ব্রিটিশ পুলিশ সুপারিনটেনডেন্ট মিস্টার স্ট্যান্ডার্সকে গুলি করে তিনি হত্যা করেন। শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা। ১৯৩১ সালের ২৩ মার্চ ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এই মহান মুক্তিযোদ্ধা বিপ্লবী ভগৎ সিং কে ফাঁসিতে ঝোলানো হয়। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৩ বছর। অগ্নিযুগের সেই শহীদ বিপ্লবী ভগৎ সিং এর ৯৪ তম আত্মবলিদান দিবসটি আজ শ্রদ্ধার সঙ্গে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হয়। বীরভূম জেলা জুড়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI) ও ভারতের ছাত্র ফেডারেশন (SFI) তাদের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করে। জেলা সদর সিউড়িতে ভগৎ সিং পার্কে বিপ্লবীর আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে SFI, DYFI এর সদস্যরা শ্রদ্ধা জানান।উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বীরভূম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রুদ্রদেব বর্মন, সিউড়ি লোকাল কমিটির সম্পাদক ও সভাপতি দেবজ্যোতি ভট্টাচার্য বুদ্ধদেব মাহারা, ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য অশোক মুর্মু সহ অন্যান্য ছাত্র যুব সদস্যরা।