সেখ রিয়াজুদ্দিন ও বিপিন পালঃ
দান করাটা ভারতীয়দের অন্যতম সংস্কৃতি। অন্নদান, বস্ত্রদান, ভূমিদান, শিক্ষাদান সহ নানানভাবে দান করেন ভারতীয়রা। তাছাড়াও জেলায় বহু স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা অন্যভাবে দান গ্রহন করে মুমুর্ষ রোগীদের জীবনদান করেন। গ্রীষ্মকালীন রক্তসংকট মেটাতে খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে এবং পান্ডবেশ্বর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পরিচালনায় ও আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের টেকনিশিয়ানদের সহযোগিতায় ২ জুুলাই মঙ্গলবার খয়রাশোলে নবনির্মিত তৃণমূল কংগ্রেস কার্যালয়ে স্বেচ্ছায় মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
এদিনের শিবিরে মহিলা পুরুষ মিলে প্রায় ১০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সকল রক্তদাতাদের হাতে শংসাপত্র সেই সাথে রক্তদান সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত গেঞ্জী তুলে দেওয়া হয়। সমাজের সকল স্তরের সহৃদয় মানুষদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহৃবান জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। তারা আরও বলেন ১৮ থেকে ৬৫ বছর বয়সী সকলেই রক্তদান করতে পারেন। তাই আসুন কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছায় রক্তদান করি। শিবিরে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, তৃণমূল রাজ্য যুব সম্পাদক তথা অধ্যাপক দেবব্রত সাহা, খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য মৃনালকান্তি ঘোষ, উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, জেলা পরিষদ সদস্যা কামেলা বিবি সহ তৃনমূলের নেতা কর্মীরা।