
শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সদর সিউড়ী শহরের হকার উচ্ছেদ নিয়ে আজ ২৭ মে জেলার বিজেপি নেতৃত্ব জেলাশাসকের সাথে দেখা করেন। পরবর্তীতে জেলা শাসকের অফিস থেকে বেরিয়ে সিউড়ী পৌরসভার সামনে বিক্ষোভে বসেন। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিজেপির একাধিক কার্যকর্তা এই বিক্ষোভে সামিল হন। বিজেপির পক্ষ থেকে দাবি উঠে হকারদের সুব্যবস্থা না করা পর্যন্ত এভাবে উচ্ছেদ করা চলবে না।