
মেহের সেখঃ
১৬ ডিসেম্বর সোমবার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত মেমারি কলেজ ও অন্তর্মুখ গবেষণা পত্রিকার যৌথ উদ্যোগে মেমারি কলেজে ‘তৃতীয় লিঙ্গ: স্বর ও সংকট’ বিষয়ে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড.অংশুমান কর, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক তথা প্রফেসর ইনচার্জ ড. সন্তোষ কুমার পাল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. রাজর্ষি চক্রবর্তী এবং অনলাইন মাধ্যমে ছিলেন বাংলাদেশের ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক তথা মেমারি কলেজে পরিচালন কমিটির সভাপতি মধুসূদন ভট্টাচার্য্য, অন্তর্মুখ পত্রিকার সম্পাদক শম্পা সামন্ত বাগ, মেমারি কলেজের অধ্যক্ষ ড. দেবাশীষ চক্রবর্তী , মেমারি কলেজের অধ্যাপক ও আইকিউএসি কো-অরডিনেটর ড. অনুপম গড়াই সহ মেমারি কলেজের ও বাংলার বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্র ছাত্রী । এছাড়াও এই অনুষ্ঠানে মেমারি কলেজের প্রতিষ্ঠা দিবসের উদযাপনের পাশাপাশি অন্তর্মুখ গবেষণা পত্রিকার একটি সংখ্যাও প্রকাশ করা হয়।

Hello! I know this is kinda off topic but I was wondering which blog platform are you using for this website? I’m getting sick and tired of WordPress because I’ve had problems with hackers and I’m looking at alternatives for another platform. I would be great if you could point me in the direction of a good platform.