শম্ভুনাথ সেনঃ
পঞ্চায়েত নির্বাচন আগামী ৮ জুলাই। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস নির্দল প্রার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল আজ। তৃণমূলের কর্মীরা যারা মূলত টিকিট না পেয়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন অথচ নাম প্রত্যাহারের দিন অতিক্রান্ত হওয়ার পরেও যারা নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের ময়দানে রয়েছেন তেমন ৩০ জনকে আজ বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস। খয়রাশোল ব্লকে-১৯, দুবরাজপুরে-১, রাজনগরে-১, সিউড়ি ১ নং ব্লকে-১, মুরারই ১ নম্বর ব্লকে – ৭ এবং রামপুরহাট ২ নম্বর ব্লকের-১, জেলার এই ৬ টি ব্লকের ৩০ জনকে আজ বহিষ্কার করা হয়। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির ২ সদস্য লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও সিউড়ির বিধায়ক তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী আজ সকালে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বহিষ্কারের কথা ঘোষণা করেন। মূলত তারা যে কারণটি দেখিয়েছেন তা হল দল থেকে তাদেরকে সতর্ক করা সত্ত্বেও নাম প্রত্যাহার করেননি। এটি দল বিরোধী কাজ বলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।