অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে ফেসবুক ব্রাউজার থেকে Nayaprajanma ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে গেলে সমস্যা হচ্ছে। ফেসবুক ব্রাউজারে ইউটিউব খুললে বেশিরভাগ সময় আবার লগইন করতে হয়, এবং অনেকেই তাঁদের ইমেল ঠিকানা বা পাসওয়ার্ড মনে না থাকায় সাবস্ক্রাইব করতে পারছেন না।
সমাধান:
১। সরাসরি YouTube অ্যাপটি খুলুন।

২। সার্চ বক্সে “Nayaprajanma” লিখে সার্চ করুন।

৩। পরের পৃষ্ঠায় গিয়ে “Subscribe” বোতামে ক্লিক করুন।

এভাবেই আপনি নয়াপ্রজন্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন।