বীরভূমের “জয়দেব মেলা-২০২৬” প্রথম প্রশাসনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো কেন্দুলিতে

শম্ভুনাথ সেনঃ

প্রতিবারের মতো এবারও পৌষ সংক্রান্তির পুণ্য লগ্নে অনুষ্ঠিত হবে বীরভূমের সর্ববৃহৎ জয়দেব কেন্দুলী মেলা-২০২৬। আজ ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হলো তার প্রাথমিক প্রস্তুতি সভা। জয়দেব কেন্দুলীর “একতারা ট্যুরিজম” সভাকক্ষে এদিন দুপুরে এই প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এই মেলা বীরভূমের সবচেয়ে বৃহত্তম মেলা। এদিন এই মেলার প্রস্তুতি সভায় জেলা প্রশাসনের তরফে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সমাহর্তা ধবল জৈন, বোলপুরের বিধায়ক তথা কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, বীরভূম পুলিশ সুপার আমনদীপ, বোলপুর মহকুমা শাসক অনিমেষ কান্তি মান্না, ইলামবাজার বিডিও ডঃ অনির্বাণ মজুমদার, জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ রবি মুর্মূ সহ জেলার বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। সেই সঙ্গে এদিন উপস্থিত ছিলেন মেলা কমিটির স্থায়ী এবং অস্থায়ী আখড়ার কর্মকর্তারা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান প্রশাসনের জোরদার সরকারি সহযোগিতায় এবার মেলা অনুষ্ঠিত হবে। তিনি সাংবাদিকদের মুখোমুখি জানান ১৩ থেকে ১৭ জানুয়ারি,২০২৬ এই পাঁচ দিন ধরেই চলবে ঐতিহ্যবাহী জয়দেব বাউল মেলা। অন্যবারের থেকে এবছর সরকারিভাবে ১ দিন মেলা বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সুষ্ঠুভাবে মেলা পরিচালনার ক্ষেত্রে সাধারণ প্রশাসন থেকে পুলিশ প্রশাসনের যথেষ্ট নজরদারি এবং কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হবে বৈঠকে জানানো হয়। নিরাপত্তার গোটা মেলা জুড়ে থাকবে সিসিটিভি ক্যামেরা। এছাড়া বিদ্যুৎ বিভাগ, অগ্নি নির্বাপন বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে প্রস্তুতি সভায় জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *