সাপ সম্পর্কে সচেতনতা বাড়াতে “বিশ্ব সর্প দিবস” উদযাপিত হল বীরভূমের অজয়পুর হাইস্কুলে

শম্ভুনাথ সেনঃ

সাপ! দুই অক্ষরের এই শব্দটি শোনা মাত্রই আমরা ভয়ে ভীত হয়ে পড়ি। সারা বিশ্ব জুড়ে সাপেদের রক্ষা করা এবং জনমানসে সাপেদের সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে প্রতিবছর ১৬ জুলাই তারিখটি “বিশ্ব সর্প দিবস”
(World Snake Day) হিসেবে পালন করা হয়। তবে শুধুমাত্র একদিন সর্পদিবস পালন নয়, প্রত্যেক দিনই হোক পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণ দিবস। মানুষের মধ্যে সাপ সম্পর্কে সচেতনতা না বাড়লে মানুষের হাতে দৈনিক সাপের মৃত্যু এড়ানো যেমন সম্ভব নয়, তেমনি সম্ভব নয় মানুষের জীবন রক্ষা করা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা।

সাপ সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করতে এবং পরিবেশের ভারসাম্য সংরক্ষণে তাদের গুরুত্ব তুলে ধরতে বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের তিলপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অজয়পুর হাইস্কুলে আজ ১৬ জুলাই “বিশ্ব সর্প দিবস” উদযাপিত হয়। বিদ্যালয়ের নিজস্ব বিজ্ঞান সংগ্রহশালায় একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে সর্প সম্পর্কে সচেতনতার বার্তা দেন বিদ্যালয়েরই বিজ্ঞান শিক্ষক তথা জাতীয় বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস।

One thought on “সাপ সম্পর্কে সচেতনতা বাড়াতে “বিশ্ব সর্প দিবস” উদযাপিত হল বীরভূমের অজয়পুর হাইস্কুলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *