পীযূষ মন্ডলঃ
নাম শ্যামল জানা। পেশায় স্কুল শিক্ষক। বিশিষ্ট সমাজসেবী তথা বৃক্ষ বন্ধু, সবুজ প্রিয়৷ নিজের মাইনের টাকা থেকে সমাজসেবা করেন এমনকি সমাজের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ করেন। শ্যামল বাবু জানান বৃক্ষরোপণ তার জীবনের প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য। তাই সমাজের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপনের উদ্দেশ্যে নিজের এলাকা কাঁথি থেকে ছুটে গেলেন মহানগরের উদ্দেশ্যে। মহানগরের বুকেও শুরু করলেন বৃক্ষরোপণ। সবুজায়ন প্রধান লক্ষ্য যার ফলে সমাজ দূষণের হাত থেকে রক্ষা পাবে এবং পৃথিবীর আয়ু বৃদ্ধি পাবে, জীব সমাজ পাবে মুক্ত বায়ু তথা অক্সিজেন। এভাবেই সবুজায়নের লক্ষ্যে প্রতিনিয়ত ছুটে চলেছেন শ্যামল জানা। এমন মহান মানুষকে সমাজের মানুষজন বিশেষভাবে কুর্নিশ জানাচ্ছেন। মহানগরের বুকে বহু মানুষজন তাকে শুভেচ্ছা সহ অভিনন্দন জানালেন ভবিষ্যৎ যেন তার স্বপ্নময়ী হয়ে উঠুক। ভালো থাকুন সমাজ বন্ধু শ্যামল জানা। স্বপ্ন আরও বৃহৎ হোক। স্বপ্নের প্রতিটি পাতা পূর্ণতা পাক।