সুজাতা দাস সাহাঃ
অরুণ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মেধাবী ও দুঃস্থ প্রায় ২০ জন শিক্ষার্থীর হাতে বুক ব্যাংক থেকে পাঠ্যপুস্তক বিতরণ করা হলো।শুক্লাভবনে আয়োজিত এই মনোজ্ঞ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। নগরী সুধাংশু বদনী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক শ্রী অরুণ চৌধুরী মহাশয়। প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। জেলার অন্যতম কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ তিনি।সেই সঙ্গে স্বাধীনতা সংগ্রামী, ছাত্রদরদী, শিক্ষানুরাগী এ মহানব্যক্তিত্ব ছিলেন বীরভূমের এক অন্যতম প্রবাদপুরুষ। বহু মানুষ বিভিন্নভাবে আশ্রয় পেয়েছেন তাঁর ছত্রছায়ায়। তাঁর মৃত্যুর পর তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ২০১৬ তে তৈরি হয়েছে অরুণ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট।গ্রামাঞ্চলের মেধাবী এবং দুঃস্থ ছাত্রছাত্রীরা যারা স্কুলে পড়াশোনা করতে চায় কিন্তু নানা অসুবিধার জন্য পড়াশোনা করতে পারে না, তাদের সহযোগিতার জন্য তৈরি হয়েছে এই সংস্থা। একাদশ শ্রেণীর একজন ছাত্র ও একজন ছাত্রী এবং দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র ও একজন ছাত্রী গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলি থেকে বেছে নিয়ে তাদের হাতে পাঠ্য পুস্তকগুলি তুলে দেওয়া হয়। গ্রামাঞ্চলের মেধাবী এবং দুঃস্থ ছাত্র-ছাত্রীরা এই বইগুলি হাতে পেয়ে ভীষণভাবে উপকৃত হয়। শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী সকলেই এই সাধু উদ্যোগকে শ্রদ্ধা জানায়।