বোর্ড গঠন ঘিরে উত্তেজনা মহঃ বাজার ব্লকের আঙারগড়িয়ায়

দীপককুমার দাসঃ

পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচনের পরেই উত্তেজনা ছড়াল মহম্মদবাজার ব্লকের আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের আঙ্গারগড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন তৃণমূল পার্টি অফিসের সামনে। ১০ আগষ্ট দুপুর আড়াইটা নাগাদ আঙ্গারগড়িয়া পঞ্চায়েতে ভোটাভুটি শেষে বিজেপি বোর্ড গঠন করে। এদিন ভোটের মাধ্যমেই প্রধান নির্বাচিত হয় সুকুমার হাঁসদা ও উপপ্রধান সুবল বাগদি। এই পঞ্চায়েতে মোট ১২ টি আসনের মধ্যে ৬ টি বিজেপি, ৫ টি তৃণমূল ও ১ টি সিপিএম দখল করে। এদিন সিপিএম সদস্য অংশগ্রহণ না করায় মোট ১১ টি আসনে ভোট হয়। সেখানে বিজেপি ৬ টি ভোট পেয়ে আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের বোর্ড গঠন করে। এদিন প্রধান নির্বাচনের কাজ শেষ হওয়ার পর যখন পুলিশি নিরাপত্তার মধ্যেই তৃণমূল সদস্যরা তৃণমূল পার্টি অফিসে আসছিল। ঠিক সেই সময় বিজেপি কর্মীরা আঙ্গারগড়িয়া বাসস্ট্যান্ডে থাকা তৃণমূল পার্টি অফিসের সামনে এসে স্লোগান দিতে শুরু করে। আর সেই স্লোগানকে ঘিরেই উত্তেজনা ছড়ায় দু পক্ষের মধ্যে। প্রথমে বচসা ও তারপর ধস্তাধস্তি শুরু হয়। ঘটনার পরেই মহম্মদবাজার থানার পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেয়।এই ঘটনায় তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি সমীরণ গড়াইকে মারধর করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *