সেখ রিয়াজুদ্দিনঃ
গত ১৬ আগস্ট বীরভূম জেলা সভাধিপতির আসনে বসেন নানুর এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা ফয়েজুল ওরফে কাজল সেখ।জেলা পরিষদের ১৯ নম্বর আসন থেকে প্রতিদ্বন্ধিতা করে প্রায় ৪৫০০০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে রেকর্ড তৈরি করেন। উল্লেখ্য জীবনে প্রথম ভোটে প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধিতা করা এবং প্রথম নির্বাচনেই কিস্তিমাত। শুধু তাই নয় জেলা সভাধিপতির পদেও নির্বাচিত হন। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যুব আইকন অভিষেক ব্যানার্জীরও নজরে আসেন অনেক আগে থেকেই। যদিও তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের বিরোধী বলে পরিচিত। এদিকে বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়ের মুখে প্রশংসিত হচ্ছে নব নির্বাচিত সভাধিপতি কাজল সেখ এর নাম। দুবরাজপুরের লোবা এলাকায় এক অনুষ্ঠানে শতাব্দী বলেন কাজল সেখ ধৈর্য সময় ইত্যাদির মূল্য পেয়েছে। এখন প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্তে দলীয় ভাবে ছাড়াও নানা সংগঠনের পক্ষ থেকেও সংবর্ধনা দেওয়া হচ্ছে কাজল সেখকে। অন্যদিকে সভাধিপতি পদে শপথ গ্রহণের পর গতকাল সিউড়ির মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং এদিনেই জেলা পরিষদের সভাধিপতির আসনে বসেন। আজ শনিবার পাথর চাপুড়ী হজরত দাতা মহুবুব শাহ অলির মাজারে সকলের মঙ্গল কামনায় চাদর চড়ান জেলার নব নির্বাচিত সভাধিপতি কাজল সেখ। আগামীদিনে মাজারের উন্নয়ণ নিয়েও মাজার কমিটি সহ মৌলবী সাহেবদের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেন। স্থানীয় দলীয় নেতৃত্ব ও কর্মীসহ জনসাধারণের সঙ্গেও সৌজন্যে সাক্ষাৎ করেন। এদিন এক পথ সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন পাথরচাপুড়িতে। সেখানে পথসভা যেন জনসভায় রূপান্তরিত হয়ে উঠে।