মেহের সেখঃ
১৯ আগষ্ট শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কলকাতার দুশো বছরের বেশি পুরোনো বাইবেল হাউস হলে সম্প্রীতি আকাদেমির উদ্যোগে ভারতবন্ধু উইলিয়াম কেরীর ২৬৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা এবং পুস্তক প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে উইলিয়াম কেরীর জীবন এবং সৃজন বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন অধ্যাপিকা মুনমুন চট্টোপাধ্যায়, শক্তিসাধন মুখোপাধ্যায়, উজ্বল দেব প্রমুখ। উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সম্মাননা প্রদান এবং গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। সম্মান প্রদান অনুষ্ঠানে বীরভূম থেকে মেহের সেখ (আমাকে) এবং নদীয়া জেলার জনসন সন্দীপকে নবীন গবেষক উজ্জীবন সম্মানে সম্মানিত করা হয়। এছাড়াও এদিন সিনিয়র সাংবাদিক এবং বিশিষ্ট লেখক মিলন দত্ত মহাশয়কে “সম্প্রীতি সম্মান — ২০২৩” প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বেই অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দের লিখিত এবং নান্দনিক প্রকাশনী থেকে প্রকাশিত ”কেরী ও বঙ্গ সংস্কৃতি” বইটি প্রকাশিত হয়। বইটি প্রকাশ করেন পিটার দে ভ্রেইস, আমজাদ হোসেন, ডড্ডী সুদর্শন মূর্তি, তপতী মুখোপাধ্যায় প্রমুখ।