নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
সপ্তাহের শুরুতেই শুরু হয়েছিল তারাপীঠে মা তারার গর্ভগৃহ সংস্কারের কাজ। সেহেতু মাকে স্থানান্তরিত করা হয়েছিল পাশের বাবা ভৈরব মন্দিরে। আজ ২৫ আগষ্ট তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় সকলের উদ্দেশ্যে জানালেন মা-কে পুনরায় মূল মন্দিরের গর্ভগৃহে স্থানান্তরিত করা হয়েছে গতকাল রাত ১১টার পর। সংস্কার হয়েছে মায়ের গর্ভগৃহ। মন্দিরের রং, গর্ভগৃহের মার্বেল, মায়ের বেদী সংস্কারের কাজের পাশাপাশি এবছর মায়ের গর্ভগৃহে বসানো হচ্ছে সেন্ট্রাল এসি। গর্ভগৃহের এসির জন্য যে পরিকাঠামো, তার কাজ সম্পন্ন হয়েছে কিন্তু এসি বসানোর কাজ চলছে। যা বাইরে থেকে করা সম্ভব। তার সাথে সাথে তিনি আরও জানান মায়ের গর্ভগৃহ রক্ষণের জন্য এবার থেকে কিছু নিয়মাবলী চালু করা হচ্ছে মায়ের পুজোর জন্য। আলতা এবং নারকেল নিয়ে ভিরতে প্রবেশ নিষেধ। আর সিঁন্দুর নিয়ে গেলেও তা খোলা যাবে না। অতিরিক্ত ভক্ত সমাগমে গর্ভগৃহের মধ্যে আলতা পরে গিয়ে মায়ের বেশভূষা নষ্ট হচ্ছে। নারকেল দেওয়ালে বা মাটিতে ফাটানোর ফলে দেওয়ালের মার্বেল নষ্ট হচ্ছে। তাই রক্ষণাবেক্ষনের সুবিধার্থে নিয়মাবলী চালু হচ্ছে মায়ের পুজোর জন্য। আজ সকাল থেকেই শুরু হয়েছে ভক্ত সমাগম। শুরু হয়েছে গর্ভগৃহে মায়ের পুজো। কৌশিকি অমাবস্যার আগেই মন্দিরের বাকি কাজ সম্পন্ন হবে বলে সকলে আশা করছেন।