
অভীক মিত্রঃ
মহানবমীর দিন, ১লা অক্টোবর সন্ধ্যা থেকে বীরভূম জেলার চিনপাইসহ বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পর বৃষ্টি থামলে চিনপাই প্রয়াস ক্লাব প্রাঙ্গণে শুরু হয় বিশেষ আয়োজন—“জীবন্ত দুর্গা”। পুজোর রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে এই ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজিত হয়। স্থানীয় মানুষ ও দর্শনার্থীদের মধ্যে “জীবন্ত দুর্গা” দেখার উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শুরু হতেই প্রাঙ্গণে উপচে পড়ে ভিড়। দর্শকদের এই বিপুল সাড়া দেখে খুশি পুজো উদ্যোক্তারা।