সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের উদ্যোগে সৈয়দ ওয়ালীউল্লাহর জন্মবার্ষিকী আলোচনা সভা

মেহের সেখঃ

সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের কলকাতা অফিসের সভাগৃহে সৈয়দ ওয়ালীউল্লাহর জন্মবার্ষিকী উপলক্ষে একটি মহতী সভার আয়োজন করা হয় ৩০ আগষ্ট বুধবার সকাল সাড়ে দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত। এদিন সকাল সাড়ে দশটার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের আঞ্চলিক সচিব ড. দেবেন্দ্র কুমার দেবেশ। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য ভাষণ প্রদান করেন সাহিত্যিক আবুল বাশার এবং সভামুখ্য ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা বিশিষ্ট বাঙালী বিদ্বজন পবিত্র সরকার। সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের সহায়ক সম্পাদক ক্ষেত্রবাসী নায়েকের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এরপর একটু সময় চা পানের বিরতির পরে দুপুর ১২ টা থেকে শুরু হয় “সৈয়দ ওয়ালীউল্লাহ : জীবন ও সাহিত্য” বিষয়ে প্রথম পর্বের আলোচনা । এই পর্বে সৈয়দ ওয়ালীউল্লাহর জীবন ও সাহিত্য বিষয়ে আলোচনা করেন ড. সুদক্ষিণা ঘোষ, ড. তীর্থঙ্কর চন্দ ও ড. মোস্তাক আহমেদ। এই পর্বের সভামুখ্য ছিলেন ড. রতন কুমার নন্দী। এরপর মধ্যাহ্ন ভোজের বিরতির দুপুর আড়াইটে থেকে শুরু হয় “সৈয়দ ওয়ালীউল্লাহ : বাংলা সাহিত্যে অবদান ” — বিষয়ে দ্বিতীয় পর্বের আলোচনা সভা। এই পর্বের বক্তা ছিলেন ড. সুমিত বড়ুয়া, গল্পকার হামিরুদ্দিন মিদ্দা ও ড. ঋতম মুখোপাধ্যায়। এই পর্বের সভামুখ্য হিসেবে ছিলেন সৈয়দ কওসর জামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *