সপ্তম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প চলছে রাজ্যজুড়ে : এই ক্যাম্পকে ঘিরে নানান গুঞ্জন উঠছে জনমানসে

সনাতন সৌঃ

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ৩৫টি পরিষেবা নিয়ে সপ্তম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প চলছে রাজ্যজুড়ে। প্রথম রাউন্ডে আবেদন গ্রহণ শিবির চলছে ১-১৬ সেপ্টেম্বর। দ্বিতীয় রাউন্ডে পরিষেবা প্রদান শিবির অনুষ্ঠিত হবে ১৮-৩০ সেপ্টেম্বর। ৭মপর্যায়ে নতুন পরিষেবাগুলো হলো ১) বার্ধক্য ভাতা ২) হস্তশিল্পী ও তাঁতশিল্পীদের অনলাইনে রেজিস্ট্রেশন ৩) পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধনীকরণ ৪) ক্ষুদ্র, ছোট মাঝারি শিল্পোদ্যোগীদের উদ্যম পোর্টালের অনলাইন নিবন্ধনীকরণ। অন্যান্য পরিষেবাগুলো হলো ১) লক্ষীর ভান্ডার ২) ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ৩) খাদ্য সাথী ৪) স্বাস্থ্য সাথী ৫) প্রতিবন্ধকতার শংসাপত্র ৬) জাতিগত শংসাপত্র ৭) তপশিলি বন্ধু ৮) মেধাশ্রী ৯) শিক্ষাশ্রী ১০) জয় জোহর ১১) কন্যাশ্রী ১২) রূপশ্রী ১৩) মানবিক ১৩) বিধবা ভাতা ১৪) কৃষক বন্ধু ১৫) কিষাণ ক্রেডিট কার্ড ( কৃষি) ১৬) কৃষি পরিকাঠামো তহবিল – প্রতিটি আবেদন পৃথকভাবে গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং অনুমোদন প্রদান ১৭) কিষাণ ক্রেডিট কার্ড (প্রাণীপালন) ১৮) বাংলা কৃষি সেচ যোজনার আওতায় আবেদন গ্রহণ এবং আর্থিক সহায়তার অনুমোদন প্রদান ১৯) ঐক্যশ্রী ২০) স্টুডেন্ট ক্রেডিট কার্ড ২১) মৎস্যজীবী নিবন্ধনীকরণ ২২) স্বনির্ভর গোষ্ঠীর ঋণ প্রদান ২৩) আধার পরিষেবা সংক্রান্ত সহায়তা ২৪) ব্যাঙ্কিং পরিষেবা সংক্রান্ত সহায়তা ২৫) কৃষি জমির মিউটেশন ২৬) পাট্টার জন্য আবেদন ২৭) বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা ২৮) মৎস্যজীবী ক্রেডিট কার্ড ২৯) বকেয়া বিদ্যুৎ বিলের আংশিক মুকুব ৩০) বিদ্যু্ৎ এর নতুন সংযোগ। এই দুয়ারে সরকার ক্যাম্পে তদারকি করছেন সংশ্লিষ্ট এলাকার বিডিও, বিধায়ক, সভাধিপতি সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। কিন্তু, এই দুয়ারে সরকার ক্যাম্পকে ঘিরে জনমানসে নানান অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে অনেকেই বলছেন যে, বহু জায়গায় ক্যাম্পে লোডশেডিং দেখা দিয়েছে। যারফলে দুয়ারে সরকারের কাজে দারুন ব্যাহত হচ্ছে। ক্যাম্পের মধ্যে সরকারি উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাউল ও লোকোগানে মাইকে আওয়াজে দরকারি কাজে দারুন বিঘ্ন ঘটছে। এছাড়া বিভিন্ন প্রকল্পের আওতায় কাজ তেমনভাবে পরিষেবা পাচ্ছে না। বিশেষ করে প্রকৃত পরিযায়ী শ্রমিকরা সরকারি দেয় ফর্ম পাচ্ছে না। আধার কার্ড পরিষেবা সংক্রান্ত সহায়তা সেভাবে হচ্ছে না। স্বাস্থ্য সাথী কার্ড, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, জমির মিউটেশন, কিষাণ ক্রেডিট কার্ড, প্রাণীপালন ক্রেডিট কার্ড সহ বিভিন্ন প্রকল্পের কাজে আবেদন করেও তেমন কার্যকরী পরিষেবা পাচ্ছে না তারা। নাম প্রকাশ অনিচ্ছুক এক ব্যাক্তি প্রকাশ্যে অভিযোগ করেন, যাদের লোকবল আছে তাদেরই কেবল মাত্র সমস্ত কিছু সুযোগ সুবিধা পরিষেবা পাচ্ছে। বাকিদের হয়রান হতে হচ্ছে। এর সঠিক পরিষেবা দিতে হলে সর্বদলীয় শক্তিশালী তদারকি কমিটি গঠন করা দরকার। ক্যাম্পে কোনো শব্দ বাজি চলবে না। নিরিবিলি পরিবেশে দুয়ারে সরকার ক্যাম্প করতে হবে। বিদ্যুৎ পরিষেবা ও অনলাইনের নেট পরিষেবা চালু রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *