পীযূষ মন্ডলঃ
বাংলার মুকুটে নয়া পালক। ২১ সেপ্টেম্বর দেশের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেলো মুর্শিদাবাদের কিরীটেশ্বরী গ্রাম। ৫১ পীঠের অন্যতম কিরীটেশ্বরী মায়ের মন্দির। জানা যায় এখানে সতীর মুকুট বা কিরীট পড়েছিল তাই দেবীকে মুকুটেশ্বরীও বলা হয়। মুর্শিদাবাদের ডাহাপাড়া ধাম রেলস্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই কেরীটেশ্বরী গ্রাম। দেশের সমস্ত রাজ্য থেকে ৭৯৫ টি আবেদন জমা পড়েছিল ২০২৩ সালের “সেরা পর্যটন গ্রাম” প্রতিযোগিতায়। তার মধ্যে দেশের সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি পেলো মুর্শিদাবাদের কিরীটেশ্বরী গ্রাম। মায়ের মন্দিরে নিত্য পূজা হয়। গ্রামের মানুষ ছাড়াও বহিরাগত বহু মানুষ পূজা দিতে আসেন এখানে।