
শম্ভুনাথ সেনঃ
গ্রামের মধ্যে দিন দুপুরে বড় রকমের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় ও সন্নিহিত গ্রামের মানুষজন হতবাক। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর ১ নং ব্লকের, মল্লারপুর থানার অন্তর্গত দক্ষিণগ্রামে। এই বর্ধিষ্ণু গ্রামটিতে জনবসতি ঘেরা লোকালয়ে গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক শ্যামাপ্রসাদ রায় এর বাড়ি। গতকাল ২৮ সেপ্টেম্বর দুপুর ২ টোর সময় এই বাড়িতে কেউ না থাকায় দুঃসাহসীক চুরি হয়। ঘন্টাখানেকের মধ্যে দোতলার বাড়ির ভিতর আলমারি ভেঙ্গে ৭ ভরি সোনার গহনা, ১৫ ভরি রুপোর গয়না সহ ব্যাগে থাকা নগদ দশ হাজার টাকা নিয়ে দুষ্কৃতীরা দিনের আলোয় চম্পট দেয়। শ্যামাপ্রসাদ বাবুর বড়ো ছেলে সমীরণ রায় নয়াপ্রজন্মকে একথা জানিয়েছেন। চুরি যাওয়া সম্পত্তির পরিমাণ আনুমানিক ৫ লক্ষ টাকার মতো হবে। এই ঘটনা স্থানীয় মল্লারপুর থানায় জানানো হলে আজ ২৯ সেপ্টেম্বর দুপুর বারোটা নাগাদ পুলিশ ঘটনাস্থলে এসে সারেজমিনে তদন্ত করেন ও সহযোগিতার আশ্বাস দেন। এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।