খয়রাশোল থানা পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া টাকা সহ ব্যাগ উদ্ধার

সেখ রিয়াজুদ্দিনঃ

গত ৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা নাগাদ খয়রাশোল থেকে বাড়ি ফেরার পথে টাকা সহ একটি ব্যাগ ফেলে যায় লোকপুর থানার অন্তর্গত গাংপুর গ্রামের সীতারানী দাস। সেই প্রেক্ষিতে স্থানীয় খয়রাসোল থানায় একটা জেনারেল ডায়েরি করেন। জানা যায়, গতকাল পশ্চিম বঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের খয়রাশোল শাখায় পাঁচ হাজার টাকা তোলার পর ভদ্রমহিলা তার ভাইপোর বাইকে চড়ে বাড়ি ফেরার পথে টাকা সহ ব্যাগটি পড়ে যায়। সেই ব্যাগের মধ্যে পাঁচ হাজার টাকা, ব্যাঙ্কের পাশ বই ও আধার কার্ড ছিল। ব্যাগ পড়ে যাওয়ার ঘটনা মনে হতেই ফিরে এসে তিনি খয়রাশোল থানায় ডায়েরি করেন। সাথে সাথে খয়রাশোল থানার ও সি তপাই বিশ্বাস বিষয়টাকে টেকআপ করেন। এরপর খয়রাসোল রাস্তার মধ্যে লাগানো সিসিটিভি র ফুটেজ দেখে হারিয়ে যাওয়া বিষয়বস্তুর জানার চেষ্টা করেন।থানার সিসিটিভি ফুটেজ ছাড়াও সেই রাস্তার উপর কাঁকরতলা যাওয়ার পথে সারসা মোড় সংলগ্ন পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজও চেক করেন। সেখানেই পুলিশ দেখতে পান যে, একজন ভদ্রলোক ব্যাগটি কুড়িয়ে পাওয়ার পর পেট্রোল পাম্পে তেল ভরে কাঁকরতলার দিকে যাচ্ছে। যথারীতি সেখানে থেকে পুলিশ সিসিটিভি র ছবিটি ক্যাপচার করেন। এরপর কাঁকরতলা ও লোকপুর থানার পুলিশের সাথে যোগাযোগ করেন এবং ঘন্টাখানেকের ব্যবধানে সিসিটিভি ফুটেজে দেখা ব্যাক্তিকে সনাক্তকরণ করে ফেলেন এবং টাকা সহ ব্যাগটি উদ্ধার করেন। কাঁকড়তলা থানা এলাকার বাপ্পা নামে যে ব্যাক্তি ব্যাগটি কুড়িয়ে নিয়ে গিয়েছিলেন, তাকে ভৎর্সনা করা হয় পুলিশের পক্ষ থেকে। উক্ত ব্যক্তি ভুল বুঝতে পেরে নিজের ভূল স্বীকার করে নেয়। হারিয়ে যাওয়া টাকা সহ ব্যাগটি অভিযোগকারীকে খয়রাসোল থানায় ডেকে তার হাতে তুলে দেন খয়রাসোল থানার পুলিশ। পুলিশের এরূপ তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *