দীপককুমার দাসঃ
শুক্রবার সিউড়ি কালিগতি স্মৃতি নারী শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো বিদ্যালয় প্রাঙ্গণে। ২০১৯ সালে শেষবার এই বার্ষিক অনুষ্ঠান হয়েছিল। দু’বছর করোণার কারণে এই অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এদিন এই বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা শাসক বিধান রায়, সদর মহকুমা শাসক অনিন্দ্য সরকার, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান দেবদাস সাহা প্রমুখ। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন বিগত চার বছরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের কৃতিদের ও পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিষয় ভিত্তিক সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্রীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানে এদিন বিদ্যালয়ের ছাত্রীরা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও যোগানৃত্য পরিবেশন করে। বিদ্যালয়ের টিচার্স ইনচার্জ জামিলা বুলান আখতার জানান, আজ ২০২০, ২০২২, ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতিদের ও একাদশ শ্রেণীর কৃতি ছাত্রীদের পাশাপাশি বার্ষিক পরীক্ষার প্রথম স্থানাধিকারীনীদের পুরস্কৃত করা হয়। এছাড়া একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রীরা।