শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর “সেঁজুতি” নাট্যগোষ্ঠীর উদ্যোগে আজ ১৪ অক্টোবর মহালয়ার সন্ধ্যায় দুবরাজপুর পাহাড়েশ্বর শিবমন্দির প্রাঙ্গণে খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হলো নাট্টানুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পান্ডে, উপ-পুরপ্রধান মির্জা সওকত আলী, নাট্যকার অতনু বর্মন, অধ্যাপক ড. রবিন ঘোষ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর “অন্তরঙ্গ” নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। পরে নাট্যকার মধুমিতা সরকারের নাটক “স্বপ্নের খোঁজে স্বপ্নদীপ” সেঁজুতির শিল্পীরা মঞ্চস্থ করে। পরবর্তীতে একই মঞ্চে অতনু বর্মনের নির্দেশনায় “একটি সাক্ষাৎকার” নাটক অনুষ্ঠিত হয়। দর্শক আসনে উপস্থিত ছিলেন নাট্যপ্রেমী, সংস্কৃতিমনা ব্যক্তিত্বরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সেঁজুতি কর্ণধার সুমনা চক্রবর্তী।
“একটি সাক্ষাৎকার” নাটকের একটি দৃশ্য।