শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর ব্লকের পদুমার ভূমিপুত্র হীরেন সিংহরায় (৭৪)। বর্তমানে লণ্ডনে বসবাসকারী এক প্রবাসী বাঙালি। খুব ছোটবেলায় গ্রাম ছেড়ে পড়াশোনার জন্য বাইরে চলে যান। ১৯৬৮-১৯৭১ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি নিয়ে পড়াশোনা করার পর কর্মসূত্রে চলে যান বিদেশে। পরে একজন সফল ব্যাঙ্ক কর্মকর্তা হিসেবে বিদেশের বহুদেশে কাজ করেছেন। নিজে প্রতিষ্ঠিত হয়েও ৪ দশকেরও বেশি বিদেশে থাকা সত্ত্বেও ভুলে যাননি মাতৃভূমির কথা। মনে রেখেছেন পিতৃভূমি নিজের ছোট্ট গ্রাম পদুমাকে। কখনো গ্রামের পদুমা হাইস্কুলে শ্রেণীকক্ষ, বাথরুম নির্মাণের জন্য অর্থ দান, স্কুলের সরঞ্জাম প্রদান সহ নিজস্ব খরচে চালান একটি কম্পিউটার সেন্টার। এলাকার ছাত্র-ছাত্রীদের বিনা পয়সায় ডিপ্লোমা কোর্স শেখানো হয় তাঁরই উদ্যোগে। আর এবার এই শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে পদুমার দরিদ্র মহিলাদের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র। মোট পঁয়তাল্লিশ জন দুঃস্থ বিধবা, প্রতিবন্ধী ও বয়স্কা মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দিয়ে মুখে হাসি ফোটালেন। আজ ১৮ অক্টোবর দুপুরে গ্রামেরই হাইস্কুলে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমরম, কর্মাধ্যক্ষ পার্থ সাহা, বিশিষ্ট সমাজ সেবক তরুণ গঁড়াই সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। তাঁর স্থানীয় প্রতিনিধি গাড়া পদুমা উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক সৈয়দ আতাউল হক জানান, হীরেন বাবু বীরভূমের ১২৪ টি লাইব্রেরীতে পৌঁছে দিয়েছেন তাঁর নিজস্ব লেখা প্রকাশিত বই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব সেনগুপ্ত জানিয়েছেন হীরেন সিংহরায় শুধুমাত্র শিক্ষানুরাগী নন একজন বিরল ভাবনার মানুষ। বেশ ক’বছর ধরে তাঁর অর্থানুকুল্যে বিদ্যালয়ের পরিকাঠামো নির্মাণ এবং এলাকার গ্রামীণ ছাত্র-ছাত্রীরা বিশেষভাবে উপকৃত।