সৌম্যদীপ সেনঃ
২১ মে বীরভূম জেলার সদর সিউড়ীতে স্বর্গীয় কাঞ্চন সরকারের স্বপ্নের সবুজের অভিযানে বসুন্ধরা মঞ্চ ও বর্ণপরিচয় সভাকক্ষের আগামীদিনের ভবিষ্যৎ নিয়ে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হল। উক্ত সভায় বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট নাট্যব্যক্তিত্বরা ও গুনীজনেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন। অমর চাঁদ কুন্ডু। এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রজকুমার সাহা, বাবুন চক্রবর্তী, সুবিনয় দাস, উজ্জ্বল হক, অতনু বর্মন এবং সমাজের অন্যান্য গুনীজনদের মধ্যে অধ্যাপক ডঃ তপন গোস্বামী, বিশিষ্ট শিক্ষক সন্দীপন রায় সহ সমাজের বিভিন্ন স্তরের অসংখ্য কাঞ্চন অনুরাগী বিখ্যাত ব্যাক্তিবর্গ। উক্ত আলোচনাচক্রে উপস্থিত ছিলেন নয়াপ্রজন্ম পত্রিকার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ। বীরভূম জেলার বিভিন্ন স্থান যেমন রামপুরহাট, সাঁইথিয়া, ভবানীপুর, দুবরাজপুর, আহমদপুর, লাভপুর, বোলপুর ছাড়াও আরও অনেক গ্ৰাম ও শহর থেকে আসা বিশিষ্ট ব্যাক্তিত্বরা আজকের আলোচনা সভায় যোগদান করেন। আজকের অনুষ্ঠানটি সিউড়ী সবুজের অভিযানের বর্ণপরিচয় সভাকক্ষে দুপুর ১ টা থেকে শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে অমর চাঁদ কুন্ডু সভাপতি হিসাব তার বক্তব্য রাখেন এবং তারপর ক্রমান্বয়ে সভায় আগত বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যাক্তিত্বরা তাদের সুচিন্তিত মতামত বিনিময় করেন। উক্ত আলোচনা সভায় সকলের মতামত আদানপ্রদানের মাধ্যমে বসুন্ধরা মঞ্চ ও বর্ণপরিচয় সভাকক্ষের আগামীদিনের কর্মকাণ্ডের রূপরেখা স্থির করা হয়। বিকাল ৪ টায় আলোচনাসভায় উপস্থিত ব্যাক্তিবর্গের সম্মতিক্রমে অনুষ্ঠান শেষ হয় ও আগামীদিনে বসুন্ধরা মঞ্চ ও বর্ণপরিচয় সভাকক্ষের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে দৃঢ়প্রতিজ্ঞ হয় সম্মিলিত হয় কাজ করার অঙ্গীকার করা হল।











