শম্ভুনাথ সেনঃ
মহাষষ্ঠীতে আকাশে বাতাসে আগমনীর সুর। মহাসপ্তমী, মা আসছেন ঘরে। আর ঘরের ছেলেও ফিরে এসেছেন গ্রামে। বীরভূমের ময়ূরেশ্বর ১ নং ব্লকের দক্ষিণগ্রামে “আমরা ক’জন সংঘের পরিচালনায় মহাষষ্ঠীর সন্ধ্যায় দুর্গাপূজার উদ্বোধন করলেন ইসরোর সিনিয়র সাইন্টিস্ট দক্ষিণগ্রামের ভূমিপুত্র বিজয় কুমার দাই। এবার এই ক্লাবের দুর্গাপূজা পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। গ্রামের এই পূজাকে ঘিরে আলাদা উন্মাদনা। ঘরের বিজ্ঞানীকে কাছে পেয়ে ক্লাবের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা ও সম্মাননা জ্ঞাপন করা হয়। এবছর এই পূজা কমিটির থিমও নির্মাণ হয়েছে চন্দ্র অভিযান-৩। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এই চন্দ্র অভিযান থ্রীর উপরেই করা হয়েছে অঙ্কন প্রতিযোগিতা। এ ছাড়াও প্রতিদিনই নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজয়া দশমীর দিন অনুষ্ঠিত হবে গ্রামের মহিলাদের অংশগ্রহণে হাড়িভাঙা ও শঙ্খ বাদন প্রতিযোগিতা। এ তথ্য জানিয়েছেন উদ্যোক্তাদের অন্যতম কর্ণধার পার্থসারথী নাগ।