দীপককুমার দাসঃ
সিউড়ির কলেজপাড়ায় এক যুবককে বেধড়ক মার দুই যুবকের, এরপর মাটিতে পড়ে যাওয়া ঐ যুবকের মাথায় বড় পাথর দিয়ে দশ বার আঘাত। মাথা থেঁতলে খুন। রাত্রি আড়াইটার সময় ফাঁকা রাস্তায় সেই হাড়হিম করা খুনের দৃশ্য সিসিটিভিতে ধরা পড়ে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আড়াইটার সময় সিউড়ি কলেজপাড়ার রেনবো ক্লাবের কাছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেখ ইমরাণকে আটক করেছে পুলিশ। এছাড়া আরেক মূল অভিযুক্ত শেখ মোবারককে খুঁজছে পুলিশ। জানা গেছে খুন হওয়া যুবকের নাম শেখ কুতুবুদ্দিন ওরফে বাবু শেখ। বাড়ি সাঁইথিয়ার নবডাঙাল গ্রামে। পেশায় দিন মজুর। তার স্ত্রী ও ছেলে আছে। সিউড়ির অদূরে কালিপুরে এক গৃহবধুর সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। ঐ মহিলার সঙ্গে দেখা করতে প্রায়ই কালিপুরে ঐ মহিলার কাছে চলে আসতেন। এদিকে ঐ মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শেখ মোবারকও। সিউড়ি-সাঁইথিয়া বাইপাস রাস্তায় রেনবো ক্লাবের কাছে চৌরাস্তা মোড়ে শেখ কুতুবুদ্দিনকে পাথর দিয়ে থেঁতলে খুন করে দুই যুবক। ঐ খুনের দৃশ্যের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যায়। রাত আড়াইটার ঐ ফুটেজে দেখা যায় লাল ও খয়েরি জামা পড়া দুই যুবক এক ব্যাক্তিকে বাইকে তুলে নিয়ে যাবার চেষ্টা করছে। দুই তিন বার বাইকে জোর করে তুলে নিলেও ঐ ব্যাক্তি নেমে পড়ে।এরপর লাল ও খয়েরি জামা পড়া দুই যুবক বেধড়ক মারতে থাকে ঐ ব্যাক্তিকে। পরে লাল জামা পড়া যুবক বাইক নিয়ে চলে যায়। খয়েরি জামা পড়া যুবক রাস্তায় পাশে পড়ে থাকা বড় পাথর মাটিতে জখম হয়ে পড়ে থাকে যুবকের মাথায় ছুঁড়ে মাথা থেঁতলাতে থাকে। দশবার পাথর দিয়ে আঘাত করে মাথা থেঁতলে চম্পট দেয়। সিউড়ির এই ঘটনায় এক যুবককে ও কালিপুর থেকে এক মহিলাকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় সিউড়ি শহরের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার পর অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বহু মানুষ সোস্যাল মিডিয়ার সরব হয়েছেন।
তদন্তের স্বার্থে, সমাজের স্বার্থে ভিডিও পোস্ট করা হয়নি।