সেখ রিয়াজুদ্দিনঃ
ইজরাইল ও ফিলিস্তিনির যুদ্ধের বিরোধিতা করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ, প্রতিবাদ থেকে ধিক্কার সভার পারদ বেড়েই চলেছে। সেইরূপ আজ মঙ্গলবার বীরভূম জেলা জমিয়তে উলেমা হিন্দ খয়রাশোল ব্লক কমিটির ডাকে লোকপুর থানার বারাবন মাদ্রাসা প্রাঙ্গনে ফিলিস্তিনের উপর ইজারায়েলের বর্বরোচিত আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও দোয়ার মজলিস অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা জমিয়তে উলেমা হিন্দের সভাপতি মাওলানা আনিসুর রহমান, জেলা সহ সম্পাদক মৌলানা এজাজুল হক, জেলা সাধারণ সম্পাদক মুফতি ফজলুল হক, বর্ধমান জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইমতিয়াজ আলি, খয়রাশোল ব্লক জমিয়তের সভাপতি হাফিজ মহম্মদ নাসিরউদ্দিন প্রমুখ। এদিনের সভামঞ্চ থেকে বক্তব্যের মাধ্যমে মাওলানা ইমতিয়াজ আলি তার চাঁছাছোলা বক্তব্যে ইহুদীবাদী ইজারায়েলের বর্বরোচিত আক্রমনের বিরুদ্ধে তীব্র সুর চড়ান। তিনি বলেন ফিলিস্তিনের আল আকসা মসজিদ মুসলিমদের আদি তীর্থভুমি ও পবিত্র জায়গা। এটা মুসলিমের অধিকার। ইহুদীবাদী ইসরায়েলের জোরপুর্বক এবং অন্যায়ভাবে দখল করেছে। এটা মূলত ফিলিস্তিনি মুসলিমদের অধিকার প্রতিষ্ঠার লড়াই। এই লড়াই এ সারা বিশ্বের মুসলিমদের এগিয়ে আসা উচিৎ। ফিলিস্তিনের এই পবিত্রভুমি দখল মুক্ত না করা পর্যন্ত মুসলিমদের এই লড়াই জারি থাকবে। এই লড়াই আন্দোলনের মাধ্যমে আল আকসা মসজিদ একদিন দখল মুক্ত হবেই হবে। এবিষয়ে ফিলিস্তিনের মুসলিমদের প্রতি আমাদের পুর্ন সমর্থন ছিল, আছে এবং আগামীতেও থাকবে বলে স্পষ্ট ভাষায় ব্যাক্ত করেন।