সন্তোষ পালঃ
বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণ পঞ্চায়েতের আদমপুর ফুটবল ময়দানে ডক্টর এপিজে আব্দুল কালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। একদিকে ধানখেত, অন্যদিকে সোনাঝুরি গাছ কাশফুলের সমারোহে অপূর্ব ভাবে সেজে ওঠে প্রত্যন্ত গ্রাম বাংলার এই খেলার মাঠ। হাজার হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতি আরও শ্রী বৃদ্ধি করে তোলে। পাঁচ দিবসীয় খেলার আয়োজকের দায়িত্বে রয়েছে আদমপুর যুবসংঘ। ৭ নভেম্বর আজ এই খেলার শুভ সূচনা করেন দুবরাজপুরের সি আই মাধব চন্দ্র মন্ডল, সঙ্গে ছিলেন দুবরাজপুর থানার ওসি সন্তোষ ভকত, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল খান, এ্যাসিস্টেন্ট সেক্রেটারি সিউড়ি সাবডিভিশন অব্ স্পোর্টস সাবির খানসহ অন্যান্য অতিথিবৃন্দ। মোট ষোলটি দল অংশ নিচ্ছে খেলায়। উদ্বোধনী খেলায় যীশু ইলেভেন পান্ডবেশ্বর একগোলে পরাজিত করে ইন্দ্রজিৎ এ্যাকাডেমি রামনগরকে। চূড়ান্ত পর্যায়ের খেলাটি হবে ১১ নভেম্বর। চূড়ান্ত পর্যায়ে খেলায় বিজয়ী দলকে এক লক্ষ টাকা, ট্রফি এবং বিজিত দলকে সত্তর হাজার টাকা ও ট্রফি প্রদান করা হবে। এবারে এই খেলা ১৬বছর পদার্পণ করল। এবিষয়ে দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল খান বিস্তারিত জানান।