
উত্তম মণ্ডলঃ
আগে যাঁদের বলা হতো প্রতিবন্ধী, এখন তাঁদের বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগর ব্লকের চন্দ্রপুর অঞ্চলে স্থানীয় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হুইল চেয়ার দিয়ে সাহায্য করলেন সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী। হাজির ছিলেন রাজনগর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি সুকুমার সাধু, চেয়ারপার্সন সৌমিত্র সিংহ, রাণাপ্রতাপ রায়, মহম্মদ শরীফ, পরিমল সাহা, রাজীব মণ্ডলসহ বিভিন্ন বিশিষ্টজনেরা। সাহায্য পেয়ে স্বভাবতই খুশি প্রাপকরা।