শম্ভুনাথ সেনঃ
রেল বেসরকারিকরনের বিরুদ্ধে বীরভূমের রামপুরহাট রেল স্টেশনের সামনে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ এর নেতৃত্বে রামপুরহাট ১নং ব্লক সমন্বয় কমিটির ডাকে আজ ১৭ নভেম্বর বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা নেতা সঞ্জীব বর্মন। তিনি বক্তব্যে বলেন — “রেল জাতীয় স্বার্থে, মানুষের স্বার্থে রাষ্ট্রের হাতে থাকা দরকার, কিন্তু দেশের কেন্দ্রীয় সরকার রেলকে ব্যক্তি মালিকানাধীন সংস্থার হাতে বিক্রি করে দিচ্ছে”। এর বিরুদ্ধে দেশের শুভবুদ্ধি সম্পন্ন সাধারন মানুষকে এক হওয়ার আহ্বান জানান তিনি। এদিন বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সিটুর জেলা নেতা সঞ্জীব মল্লিক, অমিতাভ সিং সহ দলীয় নেতৃত্ব হিমাদ্রি শুভ্র,কাঞ্চন দাস প্রমুখ। সভাপতিত্ব করেন খুরশেদ আলম। এদিন বেলা ৩ টে থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিক্ষোভ চলে। বিক্ষোভ শেষে রামপুরহাট রেলওয়ে স্টেশন ম্যানেজারকে ডেপুটেশনে দেওয়া হয়।