সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূমের মহম্মদ বাজারের দীঘল গ্রামের ভূমিপুত্র হাসিরুল শেখ হিমাচল প্রদেশের ধরমশালায় এসবিকেএফ নবম ন্যাশানল্ গেমসের দীর্ঘ লম্ফন প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক ও রৌপ্য পদক ছিনিয়ে আনায় পরিবারের পাশাপাশি গ্রাম, পঞ্চায়েত সহ জেলাবাসী গর্বিত। যার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সেকেণ্ডা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে হাসিরুল শেখ কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। জানা যায় হাসিরুল শেখ মহম্মদ বাজার ব্লকের সেকেড্ডা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চমাধ্যমিকে পাঠরত। সে এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা সন্তান। এজন্য না ছিল কোনো কোচ, না ছিল তার গাইড, একক প্রচেষ্টায় তথা নিজ মনোবলে এতদূর এগিয়ে গেছে। হিমাচল প্রদেশে খেলা চলাকালীন তার উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার চলছিল কিন্তু খেলার স্বার্থে সে পরীক্ষায় বসতে পারেনি বলে স্কুল সূত্রে জানা যায়। উল্লেখ্য ইতিপূর্বে কুস্তিতেও প্রথম স্থান অধিকার করে পুরস্কার ছিনিয়ে নিয়েছিল বলে তার পরিবার সূত্রে জানা যায়। এদিন হাসিরুল শেখ কে পুষ্পস্তবক, শাল ও শুভেচ্ছা বার্তা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পুষ্পস্তবক তুলে দেন আল ইসলামিয়া গার্লস মিশন বীরভূম জেলার সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার। শুভেচ্ছা বার্তা ও মানপত্র তুলে দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি তার খেলাধুলা সহ বিভিন্ন গুনাগুন বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত সহ স্থানীয়দের কাছেও অনুরোধ করেন হাসিরুল শেখের পাশে থাকার জন্য। এছাড়া তিনি নিজেও অঙ্গীকার করে গেলেন যে তিনি শুধু বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে নয় একজন বিশিষ্ট সমাজসেবী এবং তার পরিবারের সদস্য হিসেবে তাদের পাশে থাকার। নিজের ফোন নম্বর দিয়ে গেলেন। তিনি মন্তব্য করেন হাসিরুল এর এই জয় সমগ্র বীরভূম বাসীর তথা রাজ্যেরও।