বীরভূম বিজেপির পক্ষ থেকে সিউড়ির দলীয় কার্যালয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল জীর শততম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য

শম্ভুনাথ সেনঃ

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীজীর শত তম জন্মদিন আজ ২৫ ডিসেম্বর যথোচিত শ্রদ্ধায়-স্মরণে পালিত হলো বীরভূম বিজেপির সদর সিউড়ীর জেলা কার্যালয়ে। উল্লেখ্য, ভারতের এই দশম প্রধানমন্ত্রী অটলজি জন্মেছিলেন ১৯২৪ খ্রিস্টাব্দের ২৫ ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। ভারতীয় জনসংঘ, ভারতীয় জনতা পার্টির তিনি ছিলেন প্রতিষ্ঠাতা। ১৯৯৬ সালে মাত্র ১৩ দিনের জন্য তিনি প্রথম প্রধানমন্ত্রী হন। পরবর্তীতে ১৯৯৮ সালের ১৯ মার্চ থেকে ২০০৪ সালের ২২ মে পর্যন্ত তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। আজ তাঁর জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, অফিস সেক্রেটারি অরুনাভ মুখার্জি, সিউড়ি ৪ নম্বর মন্ডলের সেক্রেটারি অভিজিৎ দাস প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা সদরের বিজেপি কর্মকর্তারা। এদিন অটলজির স্মৃতিচারণায় তাঁর জীবনের নানা আদর্শ ও কর্মকাণ্ডের কথা বক্তারা তুলে ধরেন। উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ আগস্ট ৯৪ বছর বয়সে অটল বিহারী বাজপেয়ী প্রয়াত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *