শম্ভুনাথ সেনঃ
বীরভুমের লাভপুর ব্লকের ইন্দাশ গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে একটি বড় অংকের টাকা গায়েব হয়েছে। এই টাকা পঞ্চদশ অর্থ কমিশন থেকে পাওয়া গেছে বলে পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছেন। এমন খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, ইন্দাশ গ্রাম পঞ্চায়েতের লাভপুর শাখার একটি রাষ্ট্রায়ত্ম ব্যাংকে গত মে-জুন মাসে অন্তত ২৮ লক্ষ ৬০ হাজার ১৩০ টাকা ট্রান্সফার হয়েছে একই ব্যক্তির ৩ টি একাউন্টে। তাৎপর্যপূর্ণভাবে ওই অ্যাকাউন্টগুলি যার নামে তিনি আবার ওই ব্যাংকের শাখার অন্তর্গত একটি সি.এস.পি (কাস্টমার সার্ভিস পয়েন্ট) চালাতেন। তার বাড়িও ইন্দাস পঞ্চায়েত ভবন সংলগ্ন গ্রামে। আর এখানেই প্রশ্ন হচ্ছে কিভাবে এতগুলো টাকা একজনের একাউন্টে যাওয়া সম্ভব। তবে এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গৌরাঙ্গ দাস জানান ওই ব্যাংক থেকে টাকা ট্রান্সফারের জন্য আমাদের পঞ্চায়েতের স্বাক্ষর যুক্ত কোনো চেক ইস্যু হয়নি। এই বিষয়ে তিনি থানায় এবং বিডিও কে বিষয়টি লিখিত জানিয়েছেন বলে তিনি জানান। তবে মুখ খুলতে নারাজ ওই অভিযুক্ত যুবক। তার দাবি যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন তাই সে কোনো কথা বলবে না বলে জানিয়েছে। এদিকে লাভপুর ব্লকের বিডিও শিশুতোষ প্রামাণিক জানান এই বিষয়টিতে পঞ্চায়েত কর্তৃপক্ষের প্রামাণ্য কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি। ব্যাংক কিভাবে তাদের শাখার সিএসপির মালিকের তিনটে একাউন্টে টাকা পাঠিয়েছেন এই বিষয়ে আমরা জানতে চেয়েছি। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। গায়েব হওয়া টাকা যাতে যথাশীঘ্র পুনরুদ্ধার করা যায় সেই বিষয়ে উপযুক্ত আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে।