বিপিন পালঃ
দুবরাজপুর থানার চন্ডীপুর গ্রামে রয়েছে বহু ঐতিহ্যবাহী ধর্মরাজ মন্দির। কত বছর আগে থেকে বাবা ধর্মরাজের পুজো হয়ে আসছে সঠিক কারো জানা নেই। সংস্কারের অভাবে মন্দিরটি রুগ্নপ্রায় অবস্থায় ছিল। গ্রামবাসী, দেওয়াশী এবং ধর্মরাজের ভক্তদের অকুণ্ঠ দানে এবং সহযোগিতায় এই মন্দিরটির পুনঃনির্মান ও পুনঃপ্রতিষ্ঠা করা হলো। ৬ মে সকালে ঢাক, ঢোল, কাঁসর, ঘন্টার বাদ্যসহকারে মেয়েরা গ্রামের পুকুর থেকে কলস যাত্রার মাধ্যমে জল আনে এবং বারি বসানো হয়। পরবর্তীতে যাগ-যজ্ঞ, পূজার্চনা, হোম সহকারে বাবা ধর্মরাজকে পুনঃপ্রতিষ্ঠা করার করা হয়। সকাল থেকে শুরু হয় তারকব্রহ্ম নাম সংকীর্তন। দুপুরে ৪৫০০-৫০০০ হাজার ভক্তদের সুমিষ্ট প্রসাদ বিতরন বা সেবা করানো হয়। কুখুটিয়া, চন্ডীপুর, দুবরাজপুর, মহুলা ছাড়াও পাশাপাশি গ্রামের বহু ভক্ত এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বাবা ধর্মরাজের মন্দিরটি সংস্কার ও পুনঃপ্রতিষ্ঠা হওয়ায় এলাকার ভক্তরা স্বভাবতই খুশি। বিস্তারিত জানালেন চন্ডীপুর গ্রামের বাসিন্দা সৌমেন মন্ডল ও সমীর কুমার ঘোষ।