শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আয়োজনে সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসারের লক্ষ্যে শুরু হয়েছে অভিযান। ৭ নভেম্বর ২০২৩ থেকে এই অভিযান শুরু হয়েছে চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বীরভূম জেলা কমিটির আয়োজনে আজ ১৪ জানুয়ারী বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের নতুন বাজার মোড়ে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করে। কৌতুহলী হও, প্রশ্ন করো, যুক্তি খোঁজো শুধু পড়ুয়া নয় সাধারণ মানুষের মধ্যে এমন মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এই শিবিরের আয়োজন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। বিজ্ঞান চেতনা প্রসারের লক্ষ্যে পদযাত্রা, সাইকেল রেলি, পোস্টার প্রদর্শনী, হাতে-কলমে বিজ্ঞান, কুসংস্কার বিরোধী অনুষ্ঠান, আকাশ পর্যবেক্ষণ এবং নানা কর্মসূচি নিয়ে ১৩-২৮ জানুয়ারি বীরভূম জেলা জুড়ে এই অভিযান চলবে। গতকাল বীরভূমের পাইকরে তার সূচনা হয়। আজ মুরারইতে। আগামীকাল এই অভিযান চলবে চাতরায়। এইভাবে সারা জেলা ছুঁয়ে ২৮ জানুয়ারি সমাপ্ত হবে। আজ মুরারইতে এই পথসভায় বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক অনির্বাণ জ্যোতি সিনহা, শিক্ষক জাকির হোসেন, শুভাশিস গড়াই প্রমুখ।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম