শান্তিনিকেতন থেকে প্রকাশিত হল অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায়ের গ্রন্থ ‘নাটক ও নাট্যে-১০/১০’

শম্ভুনাথ সেনঃ

শান্তিনিকেতনের পূর্বপল্লীর বাগান বাড়িতে আজ ২০ জানুয়ারী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রন্থের আবরণ উন্মোচন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুর। উপস্থিত ছিলেন আশ্রমকন্যা অধ্যাপিকা কল্পিকা মুখোপাধ্যায় ও অধ্যাপিকা মঞ্জু বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছিলেন প্রকাশক শুভ নাথ সহ অন্যান্য বিশিষ্ট শিল্পী, অধ্যাপক-অধ্যাপিকা, বিশ্বভারতীর পড়ুয়ারা। রবীন্দ্রনাথের নাটক ও নাট্য প্রযোজনা ও তাঁর পরবর্তী নাট্যকার শম্ভু মিত্র সহ বিশিষ্টদের নাট্য প্রযোজনা সংক্রান্ত বিশ্বভারতীর সংগীত ভবনের অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায়ের এই গ্রন্থ৷ প্রায় ১০ বছরের ১০ টি প্রবন্ধ। যেগুলি কবি শঙ্খ ঘোষ, প্রভাত মুখোপাধ্যায়, দেবতোষ ঘোষ, দেবাশিষ মজুমদার প্রমুখদের সম্পাদিত পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারই নাট্য সংকলন প্রকাশিত হল।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশ করেন শিল্পী তথা সঙ্গীত ভবনের অধ্যাপিকা অর্পিতা দত্ত, অধ্যাপিকা মানিনী মুখোপাধ্যায় ও বাংলাদেশের পড়ুয়া রিপন সরকার ওরফে বগা তালেব। লেখক ও প্রকাশকে শুভেচ্ছা জানান আশ্রমিক সুপ্রিয় ঠাকুর সহ অন্যান্য অতিথিরা৷ প্রকাশক শুভ নাথ বলেন, “এই গ্রন্থে নাটক সংক্রান্ত খুঁটিনাটি তুলে ধরেছেন লেখক৷ যা আগামী প্রজন্ম সহ নাট্য শিল্পী, শিক্ষানবিশদের খুবই প্রয়োজনে লাগবে বলেই তিনি অভিমত প্রকাশ করেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *