সন্তোষ পালঃ
বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের পন্ডিতপুরে অবস্থিত দুবরাজপুর গভর্মেন্ট আইটিআই কলেজের পক্ষ থেকে দুই দিনব্যাপী একাধিক কর্মপরিকল্পনা নেওয়া হয়। ৭ই মে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ নাসিরুল আলম। সঙ্গে ছিলেন দুবরাজপুরের বিডিও রাজা আদক। এদিন তিনি শান্তিনিকেতন ডিজিট্যাল মার্কেট পোর্টালের উদ্বোধন করেন। জব পোর্টাল-এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ নাসিরুল আলম, টেলি মেডিসিনের পোর্টালের উদ্বোধন করেন চেন্নাই লাইফ লাইন মাল্টি স্পেশালিস্ট হাসপাতালের চিকিৎসক ডাঃ কে,আর ধর্মেন্দ্র এছাড়াও বেশ কিছু পোর্টাল-এর উদ্বোধন করেন লক্ষীনারায়ণপুর পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ। ৮ মে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন পণ্ডিতপুর রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী সদাত্মানন্দ মহারাজ, কলেজের টিচার ইনচার্জ সাদ্দাম হোসেন, কলেজের অধ্যক্ষসহ অন্যান্য অতিথিবৃন্দ। কলেজের পড়ুয়ারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে। কলেজের অধ্যক্ষ নাসিরুল আলম বলেন বাৎসরিক অনুষ্ঠানে যে সব কর্মপরিকল্পনা নেওয়া হয় তা ভবিষ্যতে কর্মসংস্থানের লক্ষ্যে।