বীরভূমের লাভপুর ব্লকের মহোদরী গ্রামে মৌলি অমাবস্যায় শ্রীশ্রী বড় মা কালী পূজা ঘিরে আট দিনের গ্রামীণ মেলা

শম্ভুনাথ সেনঃ

মাঘ মাসের মৌলী অমাবস্যায় শ্রীশ্রী বড়মা কালী পূজা ঘিরে বীরভূমের লাভপুর ব্লকের মহোদরী চড়কতলা প্রাঙ্গনে ৯-১৬ ফেব্রুয়ারী শুরু হয়েছে ৮ দিনের গ্রামীণ মেলা। এবছর ৪৫ ফুট উচ্চতা বিশিষ্ট শ্রীশ্রী বড়মা কালী পূজা এবার ২০ তম বৎসরে পদার্পন করলো। বিগত ৮২ বৎসরের এই পূজা নানা কারণে ৬২ বৎসর বন্ধ থাকার পর এলাকার মানুষের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগীতায় মাঘ মাসের মৌলী অমাবস্যায় এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এই পূজা উপলক্ষে ৮ দিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বসে গ্রামীণ মেলা। বিকি কিনির মাঝে সাংস্কৃতিক মঞ্চে মানব পুতুল নাচ, বাউল, কীর্তন গান, ভক্তিগীতি, লেটো আলকাপ এমন সব নানান গ্রামীণ লোকায়ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই পুজোর অপেক্ষায় ঈশানপুর, মহোদরি, চাঁদপুর, নাগপাথর, আমোদপুর রাখড়েশ্বর সংলগ্ন গ্রামগুলির মানুষজন বছরভর অপেক্ষায় থাকেন। বীরভূম সংস্কৃতি বাহিনীর পরিচালনায় কৃষ্ণলীলা নাটকের শেষে বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্ণধার ডঃ উজ্জ্বল মুখার্জী শ্রীশ্রী বড়মা কালীর পূজার শুভ উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *