শম্ভুনাথ সেনঃ
অমৃতলোকে চলে গেলেন পুরাতন বক্রেশ্বর ধামের শীর্ষসেবক শ্রীদামানন্দ সরস্বতী। বীরভূমের খয়রাশোল ব্লকের নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েতে বীরভূমের এক অন্যতম তীর্থভূমি “পুরাতন বক্রেশ্বর ধাম”। এই আশ্রমে দীর্ঘ ৬০ বছর ধরে বিজয়কৃষ্ণ গোস্বামীর ভাবধারা ও ধর্মমত প্রচারের দায়িত্বে ছিলেন এই উত্তরসুরী শিষ্য শ্রীদামানন্দ সরস্বতী। বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। গত ১৪ ফেব্রুয়ারী সকাল ৭.৩০ টায় দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ১৫ ফেব্রুয়ারী বেলা ১১:২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। এদিনই মৃতদেহ হাসপাতাল থেকে সন্ধ্যা ছ’টা নাগাদ পুরাতন বক্রেশ্বর ধামে নিয়ে আসা হয়। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, চৈতন্যপুর গীতাভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ, স্থানীয় বিধায়ক অনুপকুমার সাহা সহ অগণিত ভক্ত-শিষ্য শেষ শ্রদ্ধা জানান। পরে আশ্রম চত্বরের মূল মন্দিরের পাশেই তাঁর দেহ সমাধিস্থ করা হয়। উল্লেখ্য, জনশ্রুতি এই পুরাতন বক্রেশ্বর ধামে প্রথম অষ্টাবক্র মুনি তপস্যা করেন। পরে যান দুবরাজপুর ব্লকের শৈবক্ষেত্র সতীপীঠ বক্রেশ্বরে। বছরভর বহু ভক্ত পুণ্যার্থী ছুটে আসেন এই পুরাতন বক্রেশ্বরে। শ্রী দামানন্দ সরস্বতীর মহাপ্রায়নে এলাকায় নেমেছে শোকের ছায়া।