
শম্ভুনাথ সেনঃ
লোকসভা নির্বাচন আর দেরি নেই। নির্বাচনী প্রস্তুতিতে বেড়েছে প্রশাসনিক তৎপরতা। নির্বাচনী ময়দানে নেমে পড়েছে বিভিন্ন দলীয় নেতাকর্মীরা। বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং নির্মলা সেবা শিক্ষা বিকাশ সোসাইটির সহযোগিতায় জেলা সদর সিউড়ি ১ নম্বর ব্লকে প্রত্যন্ত গ্রামগুলিতে ভোটার সচেতনতা প্রোগ্রাম শুরু হয়েছে। ১০ থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত ১১ দিন ধরে “Intensive Voter Awareness & Registration Drive” কর্মসূচি পালন করা হচ্ছে। আজ ১৬ ফেব্রুয়ারী সিউড়ি ১ নম্বর ব্লকের ভুরকুনা গ্রামে ভুরকুনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সভাকক্ষে এলাকার যুবক-যুবতী এবং নতুন ভোটারদের নিয়ে নিবিড় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেশ উৎসাহের সঙ্গে নতুন ভোটাররা এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন ভুরকুনা সমবায় ব্যাংকের ম্যানেজার অজিত চৌধুরী সহ উদ্যোক্তারা।
ছবি: মোহাম্মদ আমিন নাশীদ, সিউড়ি, বীরভূম